top of page
Selim Sarkar SEO Backlinks Expert.jpeg

About 
Selim Sarkar

​Content Creator & Online Activist

Salim Sarkar is a dedicated activist whose work centers on documenting and analyzing the multifaceted aspects of social and state development, as well as capturing the diverse narratives of people's life journeys. With a passion for social justice and equity, Salim diligently prepares comprehensive reports that delve into critical areas such as education, healthcare, economic growth, environmental sustainability, and community empowerment.  

His reports often highlight the struggles and triumphs of marginalized communities, shedding light on their lived experiences and advocating for systemic change. By weaving statistical data with personal stories, Salim bridges the gap between policy frameworks and grassroots realities, making his work a vital resource for policymakers, researchers, and activists alike.  

Salim's ability to uncover hidden issues, amplify underrepresented voices, and propose actionable solutions underscores his commitment to fostering a more inclusive and equitable society. His reports not only inspire dialogue and awareness but also serve as catalysts for transformative social and state policies.

Video Channel Name

Video Channel Name

সাংবাদিক তাহির জামান প্রিয়র চার বছরের মেয়ে।

"আমার প্রিয় বাবা বাড়িতে নেই; তিনি বাইরে গিয়েছিলেন, এবং তারপর পুলিশ তাকে গুলি করে। আমি তোমাকে মিস করছি, আমার প্রিয় বাবা," সাংবাদিক তাহির জামান প্রিয়র চার বছরের মেয়ের কথা। তাহিরকে 19ই জুলাই, 2024-এ গুলি করে হত্যা করা হয়েছিল, যখন স্বৈরাচারী ক্ষমতাচ্যুত বিপ্লবের সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় তখন তিনি মাথায় গুলিবিদ্ধ হন। শেখ হাসিনার শাসনামল। তাহির জামান প্রিয় একজন ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফার ছিলেন, যিনি সম্প্রতি অনলাইন নিউজ আউটলেটে কাজ করেছেন
র‍্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে পাঠানো হয় ভারতীয় কারাগারে । #bangladesh #socialactivist #RAB
03:32

র‍্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে পাঠানো হয় ভারতীয় কারাগারে । #bangladesh #socialactivist #RAB

ধামরাই থেকে র‍্যাব পরিচয়ে রাতের আধারে তুলে নিয়ে রহমতুল্লাহ নামে এক যুবককে পাঠিয়ে দেওয়া হয় পার্শ্ববর্তী দেশে ভারতে। সেখানে তাকে বন্দি রাখা হয় একটি কারাগারে। এরপর গতকাল তাকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। পুলিশের সহায়তায় ১৬ মাস পর বাড়ি ফেরে সেই রহমতুল্লাহ। ২০২৩ সালের ২৯ আগস্ট মধ্য রাতে র‍্যাব ও সাদা পোশাক পরা বাহিনী রাতের আঁধারে ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে রহমতুল্লাহর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিয়ে জানতে চাইলে জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর আর খোঁজ মেলেনি রহমতুল্লাহর। রহমতুল্লাহর সন্ধান পেতে পরিবারের সদস্যরা ছুটে বেড়িয়েছেন র‍্যাব-৪, র‍্যাব হেডকোয়ার্টার, ডিবি কার্যালয়, ধামরাই থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। সেখানেও খোঁজ না মিললে মানবাধিকার সংস্থাগুলোর কাছেও যায় তারা। ১৬ মাস পর সেই রহমতুল্লাহর খোঁজ পায় পরিবারের সদস্যরা। ছুটে যান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রহনপুর পুলিশ ফাঁড়িতে। সেখানে থেকে রহমতুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দীর্ঘ দিন বন্দি থাকায় মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে সে। পরিবারের কাছে ফিরলেও দীর্ঘ দিনের ভয় আর আতঙ্কে ঠিকমতো কথাও বলছে না সে। প্রিয়জনকে এভাবে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা। ঘটনার শুরু থেকে অনেক চাপের মুখে থেকেও পুরোটা সময় সাহসের সাথে পরিবারটির পাশে ছিলেন আরিফুল ইসলাম সাব্বির, দুর্দান্ত এই কাজের জন্যে সাব্বির'কে অভিনন্দন Copy by : Zulkar nain Saer (Sami)
bottom of page